ত্বকের সমস্যা সারা বছরই থাকে। তবে শীতে ত্বকের সমস্যা বেশি থাকে। শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক কিংবা মিশ্র—ত্বক যে ধরনেরই হোক, সমস্যা থাকবেই। কারণ, একটাই, ত্বকের সবচেয়ে ওপরের যে স্তরে, সেই এপিডারমিসে এ সময় আদ্রতার পরিমাণ কমে গিয়ে শুষ্কতা বৃদ্ধি পায়। পাশাপাশি শীতে পানি খাওয়ার পরিমাণও কমে যায়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতাকে আর্দ্রতায় না নিয়ে আসতে পারলেই সমস্যা।

শীতের সকালে ঘুম থেকে ওঠার পর চেহারাটা একদম মলিন ও নিষ্প্রাণ দেখায়। এই প্রাণহীন চেহারাকে কীভাবে উজ্জ্বল ও ঝলমলে করে তুলবেন ? শীতের সকালে ত্বকের ধরণ যেমনই হোক না কেন কিছু সহজ উপায় আপনার চেহারাকে করে তুলবে আকর্ষণীয় ও নমনীয়, ত্বককে রাখবে স্বাস্থ্যকর ও সমস্যা মুক্ত।

শীতে ত্বকের যত্ন কিভাবে করবো

শীতের সকালে ত্বকের যত্ন কিভাবে নিবেন তা নিচে দেওয়া হলঃ

-ঘুম থেকে উঠেই মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দেবেন না। শীতের সকালে মুখ ধোবার জন্য গরম পানি ব্যবহার করুন।

-মুখে হালকা কুসুম গরম পানির ঝাপটা দিন। তারপর ক্লিনজিং লোশন নিয়ে মুখে ম্যাসাজ করুন ২ মিনিট। আপনি যদি ক্লিনজিং ব্যবহার করতে না চান তাহলে মধু নিয়ে মুখে ম্যাসাজ করুন।

-দুই মিনিট পর ভেজা তুলো দিয়ে মুখ মুছে ফেলুন।

-এরপর খুব সামান্য একটু স্ক্রাবার নিন হাতের তালুতে। যতটুকু প্রয়োজন পুরো মুখের জন্য, তাঁর চাইতে বেশি নিন। এই স্ক্রাবারের সাথে আপনার পছন্দের কোন একটা ফেসওয়াশ মেশান এবং মুখে মাখুন।

-যেভাবে ফেসওয়াশ দিয়ে মুখে পরিষ্কার করেন, কুসুম গরম পানি দিয়ে ঠিক সেভাবেই পরিষ্কার করে ধুয়ে নিন।

-এখন ত্বকে লাগিয়ে নিন আপনার পছন্দের কোন ফেসক্রিম । যারা ক্রিম ব্যবহার করতে চান না, তাড়া সমান সমান পরিমাণ পানি ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।

ব্যস, তৈরি হয়ে গেল আপনার ত্বক সারাদিনের জন্য। এবার পুরো দিন থাকুন ঝলমলে ও উজ্জ্বল।

শীতের সকালে ত্বকের যত্ন করতে, আপনার ত্বকটি সুন্দর রাখার জন্য কিছু পদ্ধতি রাখা উচিত:

 


No comments so far.

Leave a Reply