0
মিষ্টি আলুর সুস্বাদু পায়েস
মিষ্টি ও মিষ্টিজাত, রেসিপি, স্পেশাল / October 17, 2021 / Chefআমরা বাঙ্গালীরা কম বেশি আলু সব তরকারীতে দিয়ে রান্না করি । আমাদের মধ্যে অনেকেই আছি যারা আলু ছাড়া চলেই না । মিষ্টি আলু সাধারণত আমরা কম খেয়ে থাকি । অনেকেই আবার মিষ্টি আলু চুলায় পুড়িয়ে ও সেদ্ধ করেই খেয়ে থাকেন। তবে জানেন কি? মিষ্টি আলু দিয়ে বিভিন্ন ভাবে রান্না করা যায়। তেমনই এক আইটেম হলো মিষ্টি আলুর পায়েস।
মিষ্টি আলুর পায়েস আমরা অনেকেই খেয়েছি বা অনেকেই আজ প্রথম না শুনছি যে মিষ্টি আলু দিয়ে পায়েস রান্না করা যায়।যারা এখনও খান নি তারা আজ বাসায় রান্না করে পরিবারের সদস্যদের চমকিয়ে দিতে পারেন। বেশি কিছু উপাদান দরকার হয় না যা আমাদের ঘরেই থাকে আর রান্না করাও খুব সহজ । মিষ্টি আলুর পায়েস। চলুন তবে দেখে নেই কিভাবে রান্না করতে হবে।
উপকরণঃ
১. আলু ১কেজি
২. দুধ ১/২ কেজি
৩. খেজুরের গুড় ১/২ কেজি
৪. ঘি ১ টেবিল চামচ
৫. লবণ পরিমাণ মতো
৬. ১বা ২ টা তেজপাতা
৭. কিসমিস পরিমান মতো
৮.২ টা দারুচিনি
৯. ড্রাই ফ্রুট ইচ্ছামত
পদ্ধতিঃ
সর্ব প্রথমে মিষ্টি আলুগুলো ভালো করে পরিষ্কার করে খোসা ছড়িয়ে নিন। তারপর আমরা আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলু কুচিগুলো যেন একেবারেই মিহি হয়ে না যায়।
তারপর একটি কড়াই চুলায় বসিয়ে দুধ গুলো ঢেলে দিন। এর মধ্যে ১বা ২ টা তেজপাতা, ২ টি দারুচিনি দিয়ে দিতে হবে। তারপরে যখন দুধ ঘন হয়ে যাবে তখন চুলার জাল কমিয়ে রান্না করতে হবে ।এবং আরেকটি কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে আলু কুচি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। একটানা নাড়তে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। ৩/৪ মিনিট ভাজার পর পরিমান মত লবণ ছিটিয়ে দিতে হবে।
তারপর দুধে সঙ্গে খেজুরের গুঁড় দিয়ে একটু নেড়ে নিয়ে ঘিয়ে ভাজা মিষ্টি আলুর গুলো দিয়ে দিন। কিসমিস দিয়ে ১০/১২ মিনিট চুলায় রেখে নাড়তে হবে। পায়েস ঘন হয়ে এলে নামিয়ে ফেলতে হবে । এবং পরিবেশনের সময় উপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিবেন।
বাসায় বাচ্চা থেকে শুরু করে বড়রা পযন্ত সবারই খুব ভালো লাগবে এবং এটি একটি পুষ্টি কর খাবার ।
Categories
Products
- টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00
-
পছন্দের ৫ টা আচারের টেস্টার প্যাক
৳ 600.00Original price was: ৳ 600.00.৳ 500.00Current price is: ৳ 500.00.