0

ত্বকের সুরক্ষা ও চুলের নানান ধরণের সমস্যা সমাধানের অন্যতম কার্যকরী একটি উপাদান হচ্ছে অ্যালোভেরা। অনেক প্রাচীনকাল থেকেই রূপচর্চায় পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা পাতার জেল রুক্ষ, শুষ্ক, তৈলাক্ত সকল ধরনের ত্বকের সুরক্ষায় কাজ করে।
অ্যালোভেরা পাতা থেকে জেল বের করার নিয়মঃ
বাসায় অ্যালোভেরা পাতা থেকে খুব সহজেই জেল বের করে নিতে পারেন। প্রতিবার তাজা পাতা ব্যবহার করলে ফলাফল বেশি পাওয়া যাবে কিন্তু প্রয়োজনে এটা সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য।
১) খুশকি দূর করতে
খুশকি দূর করে চুল পড়া বন্ধ করতে কার্যকর অ্যালোভেরা জেল। গোসলের আধা ঘণ্টা আগে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ব্যবহার করুন কন্ডিশনার।
২) ব্রণ দূর করতে
ব্রণযুক্ত ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। রাতে লাগিয়ে রেখে পরদিন ধুয়ে ফেলতে পারেন।
৩) ভ্রু ঘন করতে
প্রাকৃতিকভাবে ভ্রু ঘন করতে পারে অ্যালোভেরা জেল। ক্যাস্টর অয়েলের সঙ্গে এটি মিশিয়ে ভ্রুতে ম্যাসাজ করুন প্রতিদিন।
৪) ত্বক উজ্জ্বল করতে
উজ্জ্বল ত্বক পেতে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন নিয়মিত। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
৫) চুলের রুক্ষতা দূর করতে
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে চুলের রুক্ষতা দূর করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের সঙ্গে টক দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
Post Views: 19
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Facebook Comments