পদ্ধতি

  • প্রথমে কয়েকটা পাউরুটির টুকরো নিতে হবে এবং এর শক্ত টুকরো গুলো কেটে ফেলে দিতে হবে।
  • এখন একটা বোলে এক কাপ পরিমাণ বেসন নিতে হবে।
  • এরপর এর ভিতর দিতে হবে ১/৪ চা চামচ হলুদের গুড়া।
  • এবার দিতে হবে ১/৪ চা চামচ লাল মরিচের গুড়া।
  • এখন এর ভিতর স্বাদ পরিমাণ লবণ দিতে হবে।
  • এর সাথে ১/৪ চা চামচ বেকিং পাউডার দিতে হবে।
  • এরপর এক চা চামচ পরিমাণ কনফ্লাওয়ার দিতে হবে।
  • এবার এর ভিতর অল্প অল্প করে পানি দিয়ে একটি বাটার তৈরী করতে হবে।
  • এখন আলুর পুর তৈরী করে নিতে হবে । এর জন্য দুইটি আলু সিদ্ধ করে নিতে হবে।
  • এখন এর ভিতর একটা বড় সাইজের পেয়াজ কুচি দিতে হবে।
  • এবার এর ভিতর একটা টমেটো কুচি দিতে হবে।
  • এরপর দিতে হবে দুই চামচ ধনে পাতার কুচি।
  • এর সাথে আরও দিতে হবে দুই থেকে তিনটা কাচা মরিচ কুচি।
  • এখন স্বাদ মত লবণ লবণ দিয়ে আলুর পুরটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
  • এটা মাথানো হয়ে গেলে ঢেকে রেখে দিতে হবে।
  • এখন একটা রুটি নিয়ে এর উপর আলুর পুরটা চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে।
  • এবার আরেকটা রুটির উপর টমেটো কেচাপ লাগিয়ে আলুর পুর মাখানো রুটির উপর চেপে দিতে হবে ।
  • এখন মাঝখান দিয়ে একটু কোনা করে এটা কেটে নিতে হবে।
  • এবার একটা প্যানে তেল গরম করে নিতে হবে ভাজার জন্য।
  • এবার রুটি গুলো বেসনের মিশ্রণের ভিতর দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
  • এবার এটি তেলের ভিতর দিয়ে ভেজে নিতে হবে।
  • চুলার আচটা সবসময় মিডিয়াম হাই হিটে রেখে ভাজতে হবে।
  • যখন এর কালার গোল্ডন ব্রাউন হয়ে আসবে তখন এটা তুলে নিতে হবে।

 


No comments so far.

Leave a Reply