mustured-oil
নানা ব্রান্ডের সরিষার তেলে নানা রকমের কেমিক্যাল!
 
কাকে রেখে কাকে বিশ্বাস করবেন? সরিষায় ভূত না ভুতে সরিষা! 
 
আমি বলছিনা আমাদের বিশ্বাস করতেই হবে তবে আমরা চেষ্টা করি শতভাগ বিশুদ্ধ পণ্য সরবরাহ করতে।
 
কিভাবে তৈরি করিঃ পাইকারি বাজার থেকে সরিষা কিনে সেটা পরিষ্কার করে পানিতে ধুয়ে নেওয়া হয়। এর পর রোদে শুকিয়ে তেল তৈরি করা হয়। যত ভালো ভাবে সুকানো হয়, তেলের মান তত ভালো হয়।
 
আমাদের আচার তৈরিতে প্রচুর সরিষার তেলের ব্যবহার রয়েছে। বাজারে ভালো সরিষার তেল না পাওয়ায় আমরা নিজেরা তেল উৎপাদন শুরু করি ২০১৭ সালে। গত কয়েক বছরে আমাদের মনবল বেড়েছে তেমনি বেড়েছে উৎপাদন।
 
এর আগে আমরা পাইকারি তেল বিক্রি করলেও খুচরা বিক্রি করিনি!
 
যারা আমাদের আচারের নিয়মিত ক্রেতা তাদের কাছে আমাদের সরিষার তেলের ঘ্রান পরিচিত। অনেকেই আর আগে অনুরোধ করে নিয়েছেন।
 
আজই প্রথম গ্রাহক পর্যায়ে তেল সরবরাহ করতে পোষ্ট করলাম।
 
দামঃ প্রতি লিটার ১৮০ টাকা
আমাদের অফিস থেকে পিক করতে পারবেন।
অথবা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ৫০ টাকা, এই পন্যটি ঢাকার বাইরে আপাতত ডেলিভারি সম্ভব নয়।
 
mustured-oil
স্টকঃ ৬০ লিটার
এক জন ১ লিটারের বেশী নিতে পারবেন না তবে অর্ডার করে রাখতে পারবেন। এর পরের প্রোডাকশন থেকে দেওয়া হবে।
 
অর্ডার ফর্মঃ
ডেলিভারি হবে ৬ থেকে ৮ তারিখ

Comments are closed.