0
সুস্বাদু পাটিসাপটা পিঠা
পিঠা / November 11, 2021 / zahidulislamjunnunশীতকাল মানেই হলো পিঠা খাওয়ার মৌসুম। শহরে দিকে গ্রামের মতো ঘরে ঘরে পিঠা তৈরি না হলেও আজকাল শীত শুরুর আগ দিয়েই রাস্তার অলিতে গলিতে পিঠা বিক্রেতারা পিঠা বিক্রি করে থাকে । চিতই, ভাপাসহ নানা রকমের শীতের পিঠা পাওয়া যায় দোকানে। দোকানে যতই পিঠা বানিয়ে বিক্রি করুক । বাড়ির তৈরি পিঠার মজাই আলাদা। আপনি চেষ্টা করলেই তৈরি করতে পারেন মজাদার পাটিসাপটা পিঠা।বাসায় কিভাবে বানাবেন দেখে নিন।
সুস্বাদু পাটিসাপটা পিঠা তৈরির সহজ পদ্ধতি
খিসশার জন্যঃ
উপকরণঃ
- দুধ – ২- ২.৫ লিটার
- এলাচ – ২-৩ টি
- দারুচিনি – ১- ২ টি
- তেজপাতা – ১-২ টি
- চিনি –পরিমান মত
- লবণ – পরিমান মত
- চালের গুঁড়া – ২-৩ টেবিল চামচ
প্রনালিঃ
- প্রথমে চুলায় দুধ দিয়ে তার সাথে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে জ্বাল দিতে থাকুন ।
- দুধ এমন ভাবে ঘন করতে হবে যেন ২ লিটার দুধ কমে যখন হাফ লিটার হলে তাতে চিনি, লবণ চালের গুঁড়া মেশান ।এবার
- ঘরে যদি ছানা বানানো থাকে নামানোর আগে মিশিয়ে দিন, তাতে খিসশা আরও ঘন হয় । ( না থাকলে সমস্যা নাই, না দিলেও হবে)। তারপর খিসশা আঠালো হলে নামিয়ে নিন ।
পাটিসাপটার রুটির জন্যঃ
উপকরণঃ
- সুজি – আধা কাপ
- গুঁড়া দুধ – ১ কাপ
- ময়দা – আধা কাপ
- ডিম – ১-২ টি
- চিনি দিয়ে হবে যে যেমন মিষ্টি খায়।
- চালের গুঁড়া – ৩-৪ টেবিল চামচ
প্রনালিঃ
- প্রথমে দুধ ও সুজি ১ কাপের একটু বেশি পানি দিয়ে ২৫-৩০ মিনিট ভিজিয়ে রাখুন ।
- এবার আধা ঘণ্টা পর ডিম ভালো করে ফেটে, ময়দা, চিনি ও সুজির মিশ্রণ, চালের গুঁড়া ভালো করে মিশান ।
- পানি দিতে হবে পরিমান মত । মিশ্রণটা ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না । যেন ফ্রাইপ্যাণে দিলে রুটির মত আকৃতি আসে ।
- এবার একটি ফ্রাইপ্যাণে একটু তেল মাখিয়ে চুলায় দিন,খেয়াল রাখবেন বেশি তেল যেন না হয় ।
- ফ্রাইপ্যাণ গরম হলে ছোট কাপের হাফ কাপ পরিমাণ করে গোলানো ময়দার মিশ্রণ দিন এবং সাথে সাথে প্যান ঘুরিয়ে ছড়িয়ে নিন গোল আকারে ।
- এবার খিসশা নিন ও রুটির উপর দিয়ে ভাঁজ করে নিন ।
- তারপর নামিয়ে পাত্রে রাখুন ।
- তারপর এভাবে আস্তে আস্তে বাকি গুলো করে নিন ।
- ব্যস হয়ে গেল পাটিসাপটা পিঠা।
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00