
মাজু ফলের গুনাগুন
ত্বকের যত্ন, রূপচর্চা / January 6, 2019 / zahidulislamjunnunভ্যাজিনা টাইটিং,ব্রেস্ট টাইটিনিং আর পিম্পল রিমুভ এর জন্য মাজুফল বেস্ট।
মাত্র কয়েক টা তেই কাজ হয়। আর ব্রন, ব্রনের গর্ত সহ চলে যায়।
মাজুফল একটি ঔষধি গুণসম্পন্ন ফল যা স্কিন, ভ্যজিনা, ব্রেস্ট টাইটেনিং এর জন্য অনেক আগে থেকে কোরিয়া /চায়নার মহিলারা ব্যবহার করে আসছে। এন্টি এজিং থেকে শুরু করে ব্রেস্ট ক্যন্সার প্রতিরোধ ক্ষমতা আছে এই ফলের। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন বিশ্বের নামীদামী টাইটেনিং ক্রিমগুলো তৈরির মূল উপাদান হিসেবে এই মাজু ফল ব্যবহার করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক ভাবে মাজু ফলের এর ব্যবহার রয়েছে।
যদিওএটা বেশ দূর্লভ ও আমাদের দেশে পাওয়া যায় না কিন্ত এটি এমন এক যাদুকরী ফল যা ব্যবহারে আপনাকে রেজাল্ট দিবে অবাক
করার মত।
প্রস্তুত করণ পদ্ধতি :
- ৭-৮ টা ফল পরিমাণ মত পানিতে অল্প আচে ভালো ভাবে সিদ্ধ করে নিতে হবে
- এই পরিমান পানিতে সিদ্ধ করতে হবে যেন কিছু পরিমাণ পানি অবশিষ্ট থাকে ।
- পানি সহ ব্লেন্ড করে নিতে হবে।
- পেস্ট টি ঠাণ্ডা করে ব্যাবহার করতে হবে।
- ফ্রিজে রেখে ব্যবহার করা যায়।
- সপ্তাহে ৩দিন এই পেস্ট ব্যবহার করতে হবে।
ব্যবহার বিধি :

- প্রস্তুত করা পেস্ট মুখে লাগান।
- সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে হবে ।
- এভাবে অল্প কিছু দিন ব্যবহারেরই ফলাফল পাবেন।
গুনাগুণ :এটি ব্যবহারে আাপনি অনেকগুলো সমস্যার সমাধান পাবেন।
১. Pimples দূর হবে ভেতর থেকে;
২. skin টান টান হবে;
৩. skin এর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে;
৪. secret part tightening এর কাজ করবে।
৫. বয়সের ছাপ দূর করে
৬.মুখের ছোট ছোত গর্ত দূর করে
৮.1st use এ skin Soft করে
৯.ব্রন প্রতিরোধ করে:
১০.এটি antibacterial agent.যার কারনে এটি ব্যাবহারে ব্রনের সমস্যা দূর হয়।
Side effect:
প্রেগন্যান্ট ও পিরিয়ড চলা অবস্থায় এটি vagina তে use করা যাবে না। ঘরে বসে মাজু ফল পেতে ক্লিক করুন
অথবা কল করুন 01752805798
ধন্যবাদ

Comments are closed.
Categories
Products
-
অরবরই বা নুয়ালের আচার ৳ 410.00
-
চুইঝাল দিয়ে হাঁস ভুনা - ১ কেজি ৳ 1,490.00
-
খেজুর তেঁতুল মিক্স আচার ৪৬০ গ্রাম ৳ 410.00
-
দেশি রসুন এর আচার ৪২০ গ্রাম ৳ 410.00
-
এক্সট্রা হট নাগা মরিচের আচার- ৪৪০ গ্রাম
Rated 5.00 out of 5৳ 410.00
Facebook Comments