প্রন ককটেইল
চিংড়ি, রেসিপি কন্টেস্ট / January 13, 2019 / zahidulislamjunnunপ্রন ককটেইল
আমরা তো অনেক রকমের ককটেইল খেয়েছি কিন্তু চিংড়ি মাছের টা কি খেয়েছি !? তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রন ককটেইল রেসিপি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি –
রেসিপিঃ
উপকরনঃ
চিংড়ি (মাঝারি) ৪/৫ টা
লাইম ১ টি
গারলিক পাউডার ১/২ চা চামচ
গোলমরিচ গুড়া ১/৪ চা চামচ
টেম্পুরার গুড়া ১ টেবল চামচ
সয়া সস ১ চা চামচ
ডিম ১ টি
ব্রেডক্রাম ১/২ কাপ
তেল ১/২ কাপ
সসের জন্যঃ
ক্রীম ১/২ কাপ
ময়দা ১ চা চামচ
বাটার ১ টেবল চামচ
চিনি ১/২ চা চামচ
গোলমরিচের গুড়া ১/৪ চা চামচ
লবন ১/৬ চা চামচ
প্রণালীঃ
প্রথমে সস করে নিন , আর সস করার জন্য প্যানে বাটার গলিয়ে তাতে ময়দা দিয়ে খুব ভালো ভাবে ঘন ঘন নেড়ে মিশিয়ে এবার তাতে ক্রীম দিয়ে দিন , এবার এতে চিনি গোল মরিচের গুড়া এবং লবন দিয়ে খুব ঘন ঘন নেড়ে নিন , সস ঘন হয়ে এলে নামিয়ে নিন।
চিংড়ি খোসা এবং মাথা ছাড়িয়ে নিন , কিন্ত লেজ রেখে দেবেন , এবার চিংড়ির পিঠের অংশ ছুড়ি দিয়ে চিড়ে নিন । চিংড়ি গুলো গোলমরিচ ,সয়া সস ,লাইম জুস দিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘন্টা । এবার ডিম ফেটিয়ে নিন ,তাতে টেম্পুরা মেশান বেশ ভালো ভাবে , মেরিনেট করা চিংড়ি প্রথমে টেম্পুরার মিশ্রনে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম এ গড়িয়ে নিন , ১৫ মিনিট ফ্রিজে রাখুন । তেল মাঝারি আচে গরম করে চিংড়ি গুলো বাদামী করে ভাজুন ,হয়ে গেলে নামিয়ে ফেলুন ।
পরিবেশনঃ
স্পাইসি লাইম প্রন টেম্পুরা , গরম গরম পরিবেশন করুন।
রেসিপিদাতাঃ
নামঃ ফাহা হোসাইন
পেশাঃ রেসিপি কন্ট্রিবিউটর
শখঃ রান্না করা , ফটোগ্রাফি
ফাহা হোসেন পেশায় একজন রেসিপি কন্ট্রিবিউটর , বিভিন্ন পত্রিকায় তিনি রেসিপি দিয়ে থাকেন । রান্না করেন খুব ভালো , এছাড়াও তিনি খুব ভালো ফটোগ্রাফি করে থাকেন ।
Categories
Products
- টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00
-
পছন্দের ৫ টা আচারের টেস্টার প্যাক
৳ 600.00Original price was: ৳ 600.00.৳ 500.00Current price is: ৳ 500.00.